আখাউড়া দিয়ে ভারত গেলো ২৮০০ কেজি ইলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৬:২৯ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২২

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে গেলো দুই হাজার ৮০০ কেজি ইলিশ। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ১১২টি বাক্সে করে মাছগুলো ত্রিপুরায় পাঠানো হয়। প্রতি কেজি ইলিশ মাছের রপ্তানি মূল্য ১০ মার্কিন ডলার যা বাংলাদেশের মুদ্রায় প্রায় ১০০০ টাকা।

মাছগুলোর রপ্তানি করছে ‘ফিশ বাজার’ নামে প্রতিষ্ঠান। আর আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স খলিফা এন্টারপ্রাইজ মাছগুলোর কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ করেছে।

Hilsha-1

বিষয়টি নিশ্চিত করে ওই সিঅ্যান্ডএফ এজেন্টের প্রতিনিধি শাহনেওয়াজ সানু বলেন, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে মোট ৫০ টন ইলিশ রপ্তানি করবে ফিশ বাজার। প্রথম চালানে আজ দুই হাজার ৮০০ কেজি ইলিশ ভারতে পাঠানো হয়েছে। ত্রিপুরার আগরতলার ব্যবসায়ী কৃষ্ণপদ রায় মাছগুলোর আমদানিকারক।

আবুল হাসনাত মো. রাফি/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।