ফেনীতে মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার
ফেনী শহরের পাঠানবাড়ি এলাকায় ছাত্রকে বলাৎকারের অভিযোগে শাহ আলম নামের এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ আগস্ট) রাতে পাঠানবাড়ি এলাকার একটি মাদরাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাহ আলম ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার মাওহা ইউনিয়নের বীর আহম্মদপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগীর সূত্র জানায়, গত রোববার গভীর রাতে শিক্ষক শাহ আলম সে ছাত্রকে ভয়ভীতি দেখিয়ে মাদরাসার গোপন কক্ষে নিয়ে বলাৎকার করে। পরে সে ছাত্র অসুস্থ হয়ে পড়লে স্থানীয় এলাকাবাসী মঙ্গলবার বিকেলে মোবাইলফোনে পরিবারকে জানায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা মাদরাসায় গেলে জানতে পারে শিশুটির প্রচণ্ড রক্তক্ষরণ হয়। তারা ৯৯৯- এ ফোন করে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে অভিযুক্ত শাহ আলমকে গ্রেফতার করা হয়।
ওই শিক্ষার্থীর মা জানান, ঘটনার পর তার ছেলেকে কৌশলে পশ্চিম রামপুর এলাকার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এরপর সুস্থ হলে ছেলেকে মাদরাসায় পাঠানো হয়। পরদিন তার বাবা আবদুর রহিম মাদরাসায় ছেলেকে দেখতে গেলে ঘটনা জানাজানি হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে শাহ আলমকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা করেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
আবদুল্লাহ আল-মামুন/এমআইএইচএস/জেআইএম