নারায়ণগঞ্জে শিশু অপহরণ মামলায় যুবকের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২২

নারায়ণগঞ্জের ফতুল্লায় আবু রায়হান নামে এক শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবির মামলায় আকাশ ওরফে আসাদুল্লাহ নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় দেন।

মামলায় দুইজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাস দিয়েছেন আদালত। তারা হলেন, মাসুদ রানা ও মদিনা বেগম।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রকিব উদ্দিন আহমেদ জাগো নিউজকে বলেন, ফতুল্লার মুসলিমনগর এলাকায় একটি স্পিনিং মিলে চাকরি করতো সারোয়ার মোল্লার স্ত্রী খোরশেদা বেগম। খোরশেদার বড় বোন জাহেদা বেগমও একই কারখানায় চাকরি করতেন। জাহেদার সঙ্গে মোবাইল ফোনে আকাশ ওরফে আসাদুল্লাহ নামের ওই যুবকের পরিচয় হয়। এরই মধ্যে ২০১৩ সালের ২২ নভেম্বর রাতে আকাশ ওরফে আসাদুল্লাহ খোরশেদার বাড়িতে বেড়াতে আসেন। এসময় চুল কাটার কথা বলে খোরশেদার ছেলে আবু রায়হানকে নিয়ে যায় আকাশ ওরফে আসাদুল্লাহ। এর পর আসাদ রায়হানকে নিয়ে আর ফিরেনি। পরে রায়হানকে জিম্মি করে মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় মামলা হলে পুলিশ অপহৃত শিশুকে উদ্ধার করে।

মোবাশ্বির শ্রাবণ/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।