নদী দূষণকারী চার প্রতিষ্ঠানের বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৪:৪১ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২২

নদী দূষণের অভিযোগে চার শিল্পপ্রতিষ্ঠানের বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তর।

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।

এসময় শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত গোদনাইল এলাকার ইব্রাহীম নিট কম্পোজিট, হাজীগঞ্জ এলাকার ওয়েস্ট নিট ওয়্যার লিমিটেড, সাইলো রোড এলাকার রানস্ অ্যাপারেলস লিমিটেড ও জালকুঁড়ি এলাকার শাকিল নিটেক্স লিমিটেডের বিরুদ্ধে নদী দূষণের প্রমাণ পাওয়ায় বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের জেলা উপ-পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন সংবাদ সম্মেলনে বলেন, এ প্রতিষ্ঠানগুলো পরিবেশ অধিদপ্তরে ছাড়পত্র না নিয়ে অবৈধভাবে কারখানা পরিচালনা করে আসছে। পাশাপাশি তরল বর্জ্য পরিশোধনাগার বা ইটিপি প্ল্যান্ট ছাড়াই উৎপাদন চালিয়ে আসছে। যে কারণে প্রতিষ্ঠানগুলোর তরল বর্জ্য নদীতে সরাসরি মিশে নদী দূষণ হচ্ছে। এজন্য তাদের বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

তিনি আরও বলেন, নদী দূষণ রোধে দূষণকারী সব শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।

মোবাশ্বির শ্রাবণ/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।