স্কুলছাত্রীর বাড়িতে ঢুকে হামলা, কিশোর গ্যাংয়ের ২ সদস্য কারাগারে

নাটোরে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে বাড়িতে ঢুকে হামলার সময় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে ধরে পুলিশে দিয়েছে গ্রামবাসী। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার ছাতনী রাজিবভাটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দুজনের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গ্রামবাসী ও ওই স্কুলছাত্রীর পরিবার জানায়, বৃহস্পতিবার সকালে নবম শ্রেণির ওই ছাত্রী স্কুলে যাওয়ার পথে ছাতনী পানি ট্যাংকির সামনে ৫/৬ জন কিশোর তাকে উত্যক্ত করতে শুরু করে। একপর্যায়ে তাকে অ্যাসিড ছুড়ে মারার ভয় দেখায়। এসময় ওই ছাত্রী প্রাণ ভয়ে দৌড়ে বাড়ি ফেরার পথে ওই কিশোররা তাকে ধাওয়া করে। একপর্যায়ে তারা ওই ছাত্রীর বাড়িতে ঢুকে হামলা চালায়। তখন তার চিৎকারে গ্রামবাসী এগিয়ে আসে এবং ধাওয়া করে দুইজনকে ধরে ফেলে। কিন্তু অন্যরা পালিয়ে যায়।
ওই স্কুলছাত্রীর মা অভিযোগ করেন, গোকুলনগর গ্রামের মোটর আলী ড্রাইভারের ছেলে প্রায়ই তার মেয়েকে উত্যক্ত করতো। আজ সে অ্যাসিড ছুড়ে মারার হুমকি দেয়। প্রাণ ভয়ে মেয়ে বাড়িতে আসলে তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে দুইজনকে ধরে ফেলে। তবে অন্যরা পালিয়ে যায়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। এছাড়া ধৃত দুই কিশোরকে নাটোর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রেজাউল করিম রেজা/এমআরআর/জেআইএম