হ্যাচারির ইট বিক্রি নিয়ে বাগবিতণ্ডা, ভগ্নিপতিকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৩:০৪ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২২
ফাইল ছবি

মানিকগঞ্জ সদর উপজেলায় হ্যাচারির ইট বিক্রি নিয়ে বাগবিতণ্ডার জেরে শ্যালকের হাতে খুন হয়েছেন রুবেল মিয়া নামের এক ব্যক্তি। এ ঘটনায় অভিযুক্ত সোহেল ওরফে নুরুন্নবীকে (২৬) আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাতে সদর উপজেলার পুটাইল ইউনিয়নের কৈতরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রুবেল মিয়া কিশোরগঞ্জের ইটনার তারাশ্বর এলাকার রেনু মিয়ার ছেলে। তিনি হ্যচারিতে শ্রমিকের কাজ করতেন। আটক সোহেল নেত্রকোনার কেন্দুয়ার রাজনগর এলাকার মৃত আলতু মিয়ার ছেলে। তিনি রুবেলের শ্যালক।

স্থানীয়দের বরাত দিয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জাগো নিউজকে বলেন, নিহত রুবেল মামুন হ্যাচারিতে শ্রমিকের কাজ করতেন এবং হ্যাচারিতেই থাকতেন। ১৬ সেপ্টেম্বর ওই হ্যাচারিতে তার কাছে বেড়াতে আসেন শ্যালক সোহেল। শুক্রবার রাতের আঁধারে রুবেল হ্যাচারি থেকে ইট চুরি করে বিক্রি করছিলেন। বিষয়টি তার শ্যালক সোহেল দেখে ফেলেন। এতে বাধা দিলে শ্যালকের সঙ্গে রুবেলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ভগ্নিপতি সোহেলকে মারতে যান। এতে ক্ষিপ্ত হয়ে শ্যালক ঘরের ভেতর থেকে দা এনে রুবেলকে কুপিয়ে হত্যা করেন।

ওসি আরও বলেন, খবর পেয়ে হ্যাচারির ভেতর থেকে রাতেই শ্যালককে আটক করা হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় সদর থানায় মামলা প্রক্রিয়াধীন।

বি.এম খোরশেদ/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।