ব্রাহ্মণবাড়িয়ার দুই ইউএনও পার্বত্য জেলায় বদলি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০২:৩৮ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২২
নবীনগরের ইউএনও একরামুল ছিদ্দিক ও আশুগঞ্জের ইউএনও অরবিন্দ বিশ্বাস

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) পার্বত্য জেলায় বদলি করা হয়েছে। এদের মধ্যে আশুগঞ্জের ইউএনও অরবিন্দ বিশ্বাসকে বান্দরবানের আলীকদম উপজেলায় এবং নবীনগরের ইউএনও একরামুল ছিদ্দিককে রাঙামাটির বরকল উপজেলায় পোস্টিং দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরীর সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বদলির আদেশ জারি করা হয়।

অপর দুটি প্রজ্ঞাপনে আশুগঞ্জের ইউএনও হিসেবে সাহিদা আক্তারকে এবং নবীনগরের ইউএনও ক্ষেমালিকা চাকমাকে পদায়ন করা হয়েছে।

বুধবার দুপুরে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিন।

তিনি বলেন, বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আদেশে তাদের বদলি করা হয়েছে। তাদের স্থলাভিষিক্ত করা হয়েছে দুজন ইউএনওকে।

আবুল হাসনাত মো. রাফি/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।