নওগাঁয় শিক্ষকদের অপসারণে মানববন্ধন


প্রকাশিত: ১২:৫০ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৬

নওগাঁর মান্দায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মৈনম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল সহকারী শিক্ষকদের বদলির দাবিতে মানববন্ধন করেছে অভিভাবক ও শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে স্কুলের প্রধান ফটকের সামনে স্থানীয় সংগঠন সচেতন নাগরীক সমাজ এর উদ্যোগে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন অভিভাবক এবিএম হাসান রিপু।

বক্তারা বলেন, শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে অশোভন ও অনৈতিক আচরণ করে। সরকার থেকে বিনামূল্যে বই বিতরণের কথা থাকলেও স্কুল থেকে টাকার বিনিময়ে শিক্ষার্থীদের বই দিয়েছে শিক্ষকরা। এছাড়া স্কুলের বিভিন্ন অনুষ্ঠানের কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হলেও কোনো অনুষ্ঠান না করে টাকা আত্মসাৎ করা হয়। এসময় অবিলম্বে প্রধান শিক্ষকসহ সকল সহকারী শিক্ষকদের বদলির দাবি জানানো হয়।

স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আঁখি মনির মা জানান, মেয়েটা প্রথম শ্রেণি থেকে ৪র্থ শ্রেণিতে উঠে গেছে। কিন্তু উপবৃত্তির টাকা দেওয়ার কথা থাকলে এখনো পর্যন্ত স্কুল থেকে কোনো টাকা-পয়সা দেয়া হয়নি।

শিক্ষার্থী আব্দুর রহমানের বাবা জানান, আমার ছেলে পড়াশুনায় মোটামুটি ভালো। বার্ষিক ফলাফলে রোল ৮ হলেও পরবর্তীতে শিক্ষকরা টাকার বিনিময়ে রোল পরিবর্তন করে দেন। প্রধান শিক্ষককে এ বিষয়টি জানানো হলে তিনি বলেন, নাম্বার যোগ করায় ভুল হয়েছিল। তা সংশোধন করে তোমার ছেলের রোল পেছানো হয়েছে।

এছাড়া শিক্ষার্থীরা জানায়, স্যাররা খাতায় লিখতে দিয়ে ক্লাসের বাহিরে চলে যান। খাতাও ঠিকমতো না দেখে কোনো মতে শুধু পড়াটা পরিবর্তন করে দিয়ে চলে যান।

স্কুলের প্রধান শিক্ষক মিসেস আনজু আরা বেগমের সঙ্গে এ বিষয়ে কথা বললে তিনি এড়িয়ে যান। কোনো প্রশ্নের উত্তর দিবেন না বলে জানান তিনি।

মানববন্ধন চলাকালে ঘটনাস্থলে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে উপস্থিত হলে অভিভাবকদের পক্ষ থেকে শিক্ষকদের বদলির জন্য একটি স্মারকলিপি প্রদান করা হয়।

নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে। এসময় প্রধান শিক্ষকসহ সব শিক্ষকদের বদলির জন্য এলাকাবাসীকে আশ্বাস দেন তিনি।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম মন্ডল জানান, মান্দা উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছ থেকে বিষয়টি শুনেছি। এছাড়া স্কুলে যথারীতি ক্লাস চলছে। তবে বদলির বিষয়ে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক মীর মো. সুজন আলী, সদস্য এবিএম হাবিব বিক্রম, এমএম আজমীর রহমান, অভিভাবক আহাদ আলী, পিয়ার উদ্দিন, আশিকুর রহমান ও নূরজাহান প্রমুখ।

আব্বাস আলী/এফএ/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।