মাগুরায় বোরো চাষে বিপর্যয়ের আশঙ্কা


প্রকাশিত: ০৬:৪৩ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬

মাগুরায় এবার বছর লক্ষ্যমাত্রার চেয়ে ৩০ শতাংশ কম জমিতে বোরো চাষ হয়েছে। বেড়েছে মসুরি, সরিষা, খেসারিসহ পিঁয়াজের চাষ। বোরো চাষে সার ও সেচ খরচ বেশি হওয়ায় অধিকাংশ কৃষকেরা এবার বোরো চাষ কম করেছেন। ফলে চলতি মৌসুমে ৩৬ হাজার ১৭০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও তা অর্জন না হওয়ার আশঙ্কা রয়েছে।

ডেপুলিয়া গ্রামের কৃষক ওলিয়ার জানান, যেসব জমিতে শুধু ধান লাগানো হতো সেগুলোর অধিকাংশ জমিতেই এবার সরিষা, মসুরির আবাদ করেছেন কৃষকেরা। ধান চাষের চেয়ে এসব চাষে সার-মাটি কম লাগায় ও লাভ দ্বিগুণ হওয়ায় দিন দিন সরিষা, মসুরি ও পিঁয়াজের চাষ বাড়ছে।

তবে মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তা সুব্রত কুমার চক্রবর্তী জাগো নিউজকে জানান, এ জেলায় প্রতি বছর এক লাখ ৭০ হাজার মেট্রিক টন খাদ্য উদ্বৃত্ত হওয়ায় বোরো চাষের লক্ষ্যমাত্রা অর্জন না হলেও কোনো সমস্যা হবে না। এছাড়া বোরো চাষে ভূগর্ভস্থ পানির চাপ কমাতেই কৃষকদের চলতি মৌসুমে পিঁয়াজ, মসুরি চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে।

বোরো চাষ কম হওয়ার ফলে সংশ্লিষ্ট শ্রমিক, রাখাল, পানি সরবরাহকারীসহ অনেকেই বিপাকে পড়েছেন।

আরাফাত হোসেন/ এফএ/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।