রোববার আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ

ফাইল ছবি
লক্ষ্মীপূজা উপলক্ষে রোববার (৯ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ইন্দো-বাংলা এক্সপোর্টার ইমপোর্টার কমিউনিকেশন সেন্টারের সাধারণ সম্পাদক শিব শংকর দাস স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চিঠি প্রাপ্তির বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষে ছয়দিন বন্ধ থাকার পর শনিবার বন্দর দিয়ে ব্যবসায়িক কার্যক্রম শুরু হয়। লক্ষ্মীপূজায় আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বরাবরের মতো যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
আবুল হাসনাত মো. রাফি/এসজে/জেআইএম