৬ মাসের সাজা এড়াতে পালিয়ে ছিলেন তিন বছর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ০৮ অক্টোবর ২০২২
সাজাপ্রাপ্ত আসামি জাকির হোসেন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চেক জালিয়াতি মামলায় জাকির হোসেন (৪৫) নামের ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সাজা এড়াতে তিনি তিন বছর ধরে পলাতক ছিলেন।

শনিবার (৮ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। জাকির হোসেন বালিয়াপাড়া গ্রামের বাসিন্দা মৃত শাহজাহান ব্যাপারীর ছেলে। একই সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সদস্য দেলোয়ার হোসেনের বড় ভাই।

এর আগে শুক্রবার রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ২০১৯ সালের স্ক্যান সিমেন্ট কোম্পানির করা একটি চেক জালিয়াতি মামলায় নারায়ণগঞ্জ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন। তখন থেকে তিনি পলাতক ছিলেন। শুক্রবার রাতে ওই মামলার গ্রেফতারি পরোয়ানা বলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জাগো নিউজকে বলেন, দীর্ঘদিন পলাতক থাকার পর ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি জাকির হোসেনকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মোবাশ্বির শ্রাবণ/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।