টাঙ্গাইলে অরক্ষিত রেলক্রসিংয়ে গেটম্যানের দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৬:১৯ পিএম, ০৮ অক্টোবর ২০২২
রেললাইনের পাশে দাঁড়িয়ে মানববন্ধন করেন স্থানীয়রা

টাঙ্গাইলে অরক্ষিত রেলক্রসিংয়ে গেটম্যানের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। শনিবার (৮ অক্টোবর) দুপুরে ঢাকা-উত্তরবঙ্গ-দক্ষিণাঞ্চল রেললাইনের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় অরক্ষিত রেলক্রসিংয়ের সামনে মানববন্ধন করেন তারা।

এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা টিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ২০ মিনিট আটকে রাখার দাবি করেছেন স্থানীয়রা। মানববন্ধনে নরদহি, ভাওয়াল, আনালিয়াবাড়ি, বিলছাইয়া, হাতিয়াসহ কয়েকটি গ্রামের মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন- সল্লা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল খালেক, ৮ নম্বর ওয়ার্ডের জহিরুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ডের মো. হুমায়ন, বীর মুক্তিযোদ্ধা ফটিক মন্ডল প্রমুখ।

টাঙ্গাইলে অরক্ষিত রেলক্রসিংয়ে গেটম্যানের দাবি

এ সময় বক্তারা বলেন, রেললাইন নির্মাণের পর থেকেই হাতিয়ার এই রেলক্রসিংয়ে শিশুসহ অন্তত দেড় শতাধিক মানুষ মারা গেছে। এরপরও অরক্ষিত রেলক্রসিংয়ে গেটম্যান নিয়োগ দেওয়া হয়নি। দ্রুত সময়ের মধ্যে এখানে গেটম্যান নিয়োগ দিতে রেল কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়। দাবিটি দ্রুত বাস্তবায়ন না হলে মহাসড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচিরও হুঁশিয়ারি দেন বক্তারা।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মারফিন হাসান জাগো নিউজকে বলেন, ঢাকা-উত্তরবঙ্গ-দক্ষিণাঞ্চল রেললাইনের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় অরক্ষিত রেলক্রসিংয়ে গেটম্যানের দাবিতে স্থানীয়রা মানববন্ধন করেছে বলে জানতে পেরেছি। ট্রেন আটকে রাখার কোনো তথ্য তাদের কাছে নেই। এছাড়া রেলক্রসিংয়ে ট্রেন আটকের রাখার কোনো সুযোগ নেই। তবে ঢাকা থেকে ছেড়ে আসা টিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি টাঙ্গাইল থেকে ২০ মিনিটে বঙ্গবন্ধু সেতু স্টেশনে থাকার কথা থাকলেও ২৪ মিনিটে পৌঁছায়। ৪ মিনিট বিলম্বে ট্রেনটি স্টেশনে আসে।

আরিফ উর রহমান টগর/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।