ঈশ্বরদীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেলো দুই যুবকের

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ১০:৫৩ পিএম, ০৮ অক্টোবর ২০২২
দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল

পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত ও একজন আহত হয়েছেন। শনিবার (৮ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের মিরকামারীর মুন্নার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাটোরের গুরুদাসপুর উপজেলার হামলাইকুল গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইশতিয়াক আহমেদ (২৫) ও একই উপজেলার দেবোত্তর গ্রামের আহসান হাবিবের ছেলে সালাউদ্দিন (২৪)। দুর্ঘটনায় আহত আরিফুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাকশী হাইওয়ে থানার এসআই বেলাল হোসেন জানান, মুন্নার মোড়ে যাত্রীবাহী মৌসুমী পরিবহনের বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ইশতিয়াক আহমেদ মারা যান। গুরুতর আহত অবস্থায় সালাউদ্দিন ও আরিফুলকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়া হচ্ছিল। পথিমধ্যে সালাউদ্দিন মারা যান।

কেএসআর/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।