গলায় কাস্তে ঠেকিয়ে গৃহবধূকে ধর্ষণ, অভিযুক্ত কারাগারে
লক্ষ্মীপুরে বসতঘরে ঢুকে গৃহবধূকে (২০) ধর্ষণের ঘটনায় আনোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে তাকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সকালে অভিযুক্ত আনোয়ারকে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের মধ্য নলডগী গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ। তিনি ওই এলাকার অলি উল্যার ছেলে।
পুলিশ জানায়, গত ২ অক্টোবর আনোয়ার বসতঘরে ঢুকে ওই গৃহবধূর গলায় কাস্তে ঠেকিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে গৃহবধূ বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় আনোয়ারের বিরুদ্ধে মামলা করেন। এরপর শনিবার দাসেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম নলডগী গ্রাম থেকে আনোয়ারকে গ্রেফতার করেন।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, সদর হাসপাতালে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। ভিকটিম গৃহবধূ বাদী হয়ে আনোয়ারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ওই মামলায় গ্রেফতার আনোয়ারকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কাজল কায়েস/কেএসআর