অস্ত্র ঠেকিয়ে অটোরিকশা ছিনতাই, পরে চালককে গলা কেটে হত্যা

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০১:৫৪ এএম, ১০ অক্টোবর ২০২২
গ্রেফতার দুই আসামি/ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অটোরিকশাচালক সুজন মিয়া (৪৫) হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।

গ্রেফতাররা হলেন- মুন্সিগঞ্জের গজারিয়ার মীরেরগাঁওয়ের ভাটেরচর এলাকার মৃত ফজি রহমানের ছেলে মো. ইব্রাহীম ওরফে রানা (৩০) ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আজিবপুর এলাকার মৃত ওয়াস উদ্দিন ব্যাপারীর ছেলে মো. রহমত আলী (৩৪)।

শনিবার (৮ তারিখ) রাতে সিদ্ধিরগঞ্জ পুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ভিকটিম চালকের ব্যবহার করা একটি মোবাইল ও সিম কার্ড উদ্ধার করা হয়।

রোববার (৯ অক্টোবর) বিকেলে র‍্যাব-১১-এর মিডিয়া বিভাগের মুখপাত্র মো. সম্রাট তালুকদারের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গ্রেফতার আসামিরা ওয়াপদা কলোনী মোড়ে চালককে ধারালো অস্ত্র ঠেকিয়ে অটোরিকশা ছিনিয়ে নেয়। পরে মোবাইল ও টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। একপর্যায়ে চালক চিৎকার করলে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে ফেলে রেখে পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা এ তথ্য জানিয়েছে এবং হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে।

গ্রেফতার দুজনকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব।

গত ৮ অক্টোবর ভোরে সিদ্ধিরগঞ্জ থানায় ওয়াপদা কলোনী এলাকায় সুজন মিয়া নামে এক অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এ সুজনের বড় ভাই হানিফ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

রাশেদুল ইসলাম রাজু/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।