পাবনা জেনারেল হাসপাতাল থেকে ৯ দালাল আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৮:৩৯ এএম, ১১ অক্টোবর ২০২২
ডিবি পুলিশের হাতে আটক দালাল চক্রের ৯ সদস্য

পাবনা জেনারেল হাসপাতাল থেকে দালাল চক্রের ৯ সদস্যকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১০ অক্টোবর) দুপুরে তাদের আটক করা হয়। পরে তাদের ভ্রমমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

আটকরা হলেন- পাবনা পৌর সদরের শালগাড়িয়া মহল্লার সেলিম বিশ্বাসের ছেলে ইমন বিশ্বাস (৩৫), সিংগা গাংকোলা এলাকার শহিদুল্লাহর ছেলে সুমন হোসেন (৩৬), সরদারপাড়া মহল্লার একরামুল হোসেনের স্ত্রী রেবা খাতুন (২৬), নুরপুর মহল্লার মৃত জয় মিয়ার স্ত্রী বিউটি খাতুন (২৯), রবি হোসেনের স্ত্রী নাদিরা খাতুন (২৭), রতন হোসেনের স্ত্রী শেলী খাতুন (৪৮), সদর উপজেলার গাছপাড়া গ্রামের এজেম আলীর ছেলে কালু প্রামাণিক (৩৭), দড়ি ভাউডাঙ্গা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী শ্যামলী খাতুন (৩৫) ও ঈশ্বরদী উপজেলার আরামবাড়িয়া গ্রামের কামাল হোসেনের ছেলে আজাদ হোসেন (৪২)।

পাবনা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ১টার দিকে পাবনা জেনারেল হাসপাতালে দালাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় দালাল চক্রের ৯ নারী-পুরুষকে আটক করা হয়।

ওসি আরও বলেন, বিকেলে ভ্রমমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মামুন সরকার আটকদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেন। এদের মধ্যে সুমন হোসেনকে এক মাস, ইমন বিশ্বাস ও কালু প্রামাণিককে ২০ দিন, আজাদ হোসেনকে ১৫ দিন, রেবা খাতুন, বিউটি খাতুন ও শ্যামলী খাতুনকে ১০ দিন এবং নাদিরা খাতুন ও শেলী খাতুনকে পাঁচদিন করে কারাদণ্ড দেওয়া হয়।

আমিন ইসলাম জুয়েল/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।