লক্ষ্মীপুরে যুবলীগ নেতা আলাউদ্দিন হত্যা মামলায় গ্রেফতার ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ১১ অক্টোবর ২০২২

লক্ষ্মীপুরে যুবলীগ নেতা আলাউদ্দিন পাটওয়ারী হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) লক্ষ্মীপুর ও জেলার বাইরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার হয়।

গ্রেফতাররা হলেন- মামলার ১২ নম্বর আসামি সুমন ও ১৪ নম্বর আসামি সাইফুল। সুমন বশিকপুরের নন্দীগ্রামের দুলালের ছেলে ও সাইফুল রামগঞ্জ উপজেলার বদরপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে।

রাতে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মাহফুজ্জামান আশরাফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আলাউদ্দিন হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর রাতে বশিকপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আলাউদ্দিনকে গুলি করে হত্যা করা হয়। পরদিন তার ছেলে মেহেদি হাসান আকাশ বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ ও ২০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন

কাজল কায়েস/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।