লক্ষ্মীপুরে নাশকতা মামলায় জামায়াতের ৩ নেতা কারাগারে
লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আবিরনগর গ্রামে এক গোপন বৈঠক থেকে জামায়াতের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে সংগঠনের বই উদ্ধার করা হয়।
সোমবার (১০ অক্টোবর) দিনগত রাতে তাদের আটক করা হয়। পরেরদিন মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে পুলিশের করা নাশকতা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে উঠানো হয় লক্ষ্মীপুর আদালতে। পরে আদালতে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেফতাররা হলেন-লাহারকান্দি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি নুর আলম লিটন, সেক্রেটারি আবদুর রশিদ ও সক্রিয় শিবির সদস্য বেলাল হোসেন। তারা সবাই একই এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, আবিরনগর গ্রামে জামায়াত নেতা হারুনের ঘরে গোপন বৈঠক চলছিল। জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফের নির্দেশে ও মডেল থানার ওসির নির্দেশে তদন্তকারী কর্মকর্তা এসআই রুহুল আমিন ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান চালায়। ওই বৈঠক থেকে সংগঠনের বইসহ জামায়াত নেতা লিটন, রশিদ ও শিবির নেতা বেলালকে আটক করা হয়।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর বিপুল সংখ্যক সাংগঠনিক বইসহ আবদুর রহমান ও মো. সুমন নামে জামায়াতের দুই নেতাকে শহরের দক্ষিণ তেমুহনী এলাকার সেমিপাকা ভাড়া বাসা থেকে আটক করা হয়। পরদিন তাদের নাম উল্লেখ ও অজ্ঞাত আসামি করে পুলিশ মামলা দায়ের করে। ওই মামলায় আবদুর রহমান ও সুমন কারাগারে আছেন। একই মামলায় লিটন, রশিদ ও বেলালকে গ্রেফতার দেখানো হয়।
লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নাশকতার উদ্দেশে তারা গোপন বৈঠকে বসে। সেখান থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা ২৪ সেপ্টেম্বরের ঘটনায় জড়িত ছিল। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কাজল কায়েস/জেএস/এমএস