পিরোজপুরে পুলিশ পরিচয়ে টাকা আত্মসাৎ, যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ১২ অক্টোবর ২০২২

পিরোজপুরের ইন্দুরকানীতে খেলনা পিস্তল ও পুলিশি সরঞ্জামসহ নাইমুল হাসান (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চরনী পত্তাশী গ্রামের শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি বাগেরহাটের রামপাল বর্নি এলাকার মো. মনিরুজ্জামান শেখের ছেলে।

স্থানীয়রা জানায়, নাইমুল হাসানের সঙ্গে শ্বশুরবাড়ি এলাকার মো. শফিকুল ইসলামের পরিচয় হয়। নাইমুল হাসান নিজেকে পুলিশের বড় অফিসার পরিচয় দিয়ে শফিকুল ইসলামকে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলেন। পরে মো. শরিফুল ইসলামের কাছ থেকে ৪০ হাজার টাকা ও আবু তালিবের কাছ থেকে ২০ হাজার টাকা হাতিয়ে নেন।

পরে আরও টাকারে জন্য মো. শফিকুল ইসলামকে শ্বশুরবাড়িতে ডেকে নেয় নাইমুল। এসময় তাকে পুলিশের ব্যবহৃত সরঞ্জাম দেখালে সন্দেহ হয়। তিনি স্থানীয়দের খবর দিলে তারা নাইমুল হাসানকে আটকিয়ে পুলিশকে তুলে দেন। এসময় তার হেফাজত থেকে পুলিশ লেখা একটি জ্যাকেট, একটি প্যান্ট, একটি বেল্ট, একটি খেলনা পিস্তল, দুটি ওয়াকিটকি ও দুটি পুলিশের আইডি কার্ড উদ্ধার করা হয়।

এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, আইনি পদক্ষেপ শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

শাফিউল মিল্লাত/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।