ঠাকুরগাঁওয়ে গাছ চুরির মামলায় কাউন্সিলর গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৮:৫২ পিএম, ১২ অক্টোবর ২০২২

ঠাকুরগাঁও পৌরসভার গাছ চুরি মামলায় ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জমিরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। গাছটির মূল্য আনুমানিক এক লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (১২ অক্টোবর) সন্ধ্যায় জমিরুল ইসলামকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। এরআগে সকালে মামলাটি করেন ঠাকুরগাঁও পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) নাজমুল হুদা।

মামলা সূত্রে জানা যায়, রোববার (৯ অক্টোবর) পৌরসভার একটি বড় মেহগনি গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। বিষয়টি পৌরসভা কর্তৃপক্ষ জানার পর পৌর কর্মচারী নজরুল ইসলামকে ঘটনাস্থলে পাঠানো হয়। পরে ওই দিনই এক জরুরি সভায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে চুরির গাছটি কাউন্সিলর জমিরুল কেটেছেন বলে প্রমাণ পাওয়া যায়। পরে বুধবার সদর থানায় মামলাটি করা হয়।

এ বিষয়ে পৌরমেয়র আঞ্জুমানারা বন্যা বলেন, কর্তন হওয়া গাছটি পৌরসভার জায়গায় ছিল। দায়বদ্ধতা থেকে তদন্ত কমিটি গঠন করে মামলার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এখানে দোষী যেই হোক তার বিচার হবে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, তদন্তে প্রাথমিকভাবে জমিরুলকে দোষী পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।

তানভীর হাসান তানু/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।