এটা সম্পূর্ণ পরিকল্পিত, সরকারকে বিব্রত করতেই এ ঘটনা: রিপন
গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মাহমুদ হাসান রিপন বলেছেন, আমার ছবি সম্বলিত টি-শার্ট নকল করে বহিরাগতদের কেন্দ্রে এনে বিশৃঙ্খলা সৃষ্টি করে প্রতিপক্ষের লোকজন। এতে করে আমার ও দলের ভাবমূর্তি নষ্টসহ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে।
বুধবার (১২ অক্টোবর) বিকেলে সাঘাটা উপজেলার বোনারপাড়া আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাহমুদ হাসান রিপন।
তিনি বলেন, যেসব কেন্দ্র স্থগিত করা হয়নি সেগুলোর ফলাফল ঘোষণা করা হোক। এছাড়া স্থগিত কেন্দ্রগুলোর পুনরায় নির্বাচন দাবি করছি। এটা সম্পূর্ণ পরিকল্পিত। সরকারকে বিব্রত করার জন্য একটি মহল এ ঘটনা ঘটিয়েছে।
তিনি বলেন, অভিযোগ পেয়েছি আমার ছবি দিয়ে গেঞ্জি তৈরি করে একটি পক্ষ ভোটকেন্দ্রে এসেছে। তারা বগুড়াসহ বিভিন্ন জেলা থেকে অনেক সন্ত্রাসী সাঘাটা-ফুলছড়িতে এসেছে।
রিপন বলেন, দুপুর আড়াইটার দিকে গোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শত শত ভোটার লাইনে দাঁড়িয়ে ভোট দেয়। হঠাৎ ঘোষণা এলো নির্বাচন স্থগিত। এর একঘণ্টা পরও অনেক কেন্দ্রে ভোটগ্রহণ চলে। অধিকাংশ প্রিসাইডিং অফিসারর কিছুই জানেন না।
সাইফুল মিলন/আরএইচ/এএসএম