সাড়ে ৪ মাস পর দিনাজপুরের খনি থেকে পাথর উত্তোলন শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ১৩ অক্টোবর ২০২২

সাড়ে চার মাস বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুর মধ্যপাড়ার খনি থেকে পাথর উত্তোলন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেল থেকে পাথর উত্তোলন শুরু হয়। এতে করে খনির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তৎপরতা ফিরে এসেছে।

এর আগে ১ মে থেকে অ্যামোনিয়াম নাইট্রেট না থাকায় পাথর উত্তোলন বন্ধ হয়ে যায়। একই সংকটের ১২-২৬ মার্চ পাথর উত্তোলন বন্ধ ছিল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরবরাহ স্থিতিশীল রাখতে প্রতি তিন মাস অন্তর এক্সফ্লোসিভ আমদানি প্রক্রিয়া শুরু করার নিয়ম রয়েছে। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিস্ফোরকের জোগান দিতে পারেনি খনি কর্তৃপক্ষ। এতে ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসির সাড়ে ৭০০ শ্রমিক কর্মহীন হয়ে পড়েন। পাথর না থাকায় বন্ধ হয়ে যায় বিক্রি কার্যক্রম।

মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (এমজিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক আবু দাউদ মুহম্মদ ফরিদুজ্জামান বলেন, বুধবার ১০০ টন অ্যামোনিয়াম নাইট্রেড বিস্ফোরক খনিতে পৌঁছেছে। ১৫ অক্টোবর আরও ১২০ টন অ্যামোনিয়াম নাইট্রেড বিস্ফোরক চট্টগ্রাম ও চলতি অক্টোবরের শেষে আরও ১৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেড বিস্ফোরক বেনাপোলে পৌঁছার কথা রয়েছে। আশা করছি আগামী ৬ মাস নিরবচ্ছিনভাবে খনি পাথর উত্তোলন সম্ভব হবে। প্রতিদিন গড়ে পাঁচ থেকে সাড়ে সাড়ে পাঁচ হাজার টন পাথর উত্তোলন সম্ভব হবে।

সূত্র জানায়, গত সাড়ে ৪ মাস খনি বন্ধ থাকায় ঠিকাদার কোম্পানিকে ১০০ কোটি টাকার বেশি লোকসান গুনতে হয়েছে। সরকার প্রতিমাসে রাজস্ব হারিয়েছে অন্তত ৫০ কোটি টাকার বেশি। পাথরের অভাবে বন্ধ রাখতে হয়েছে দেশের অনেক বড় বড় মেগা প্রকল্প।

এমদাদুল হক মিলন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।