মদনে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০২:২৮ পিএম, ১৫ অক্টোবর ২০২২
আহত ছাত্র জুবাইদ শাহ

নেত্রকোনার মদনে মোবাইল ফোনে কথা বলার সময় জুবাইদ শাহ (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত করে পালিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে মদন-ফতেপুর রাস্তায় হাসনপুর ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। জুবাইদ উপজেলার ফতেপুর ইউনিয়নের হাসনপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে। সে বালালী-বাঘমারা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

জুবাইদের বাবা আজিজুল ইসলাম বলেন, ‘একই গ্রামের শুক্কুর আলীদের সঙ্গে আমাদের পরিবারের দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধসহ বিভিন্ন মামলা মোকাদ্দমা আছে। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে তাদের ছেলেরা মোটরসাইকেলযোগে আমার বাড়ির পাশের ব্রিজে গিয়ে ছুরি দিয়ে আঘাত করে। তার পিঠে ভাঙা ছুরির অংশ পর্যন্ত লেগে ছিল। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

এদিকে প্রতিপক্ষ শুক্কুর আলী বলেন, ‘আজিজুলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমার ছেলেরা এ বিষয়ে কিছুই জানে না। অনেকে ঢাকা ও চট্টগ্রাম চাকরিতে আছে। আমি আশা করবো আইনশৃঙ্খলা বাহিনী সরজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম জাগো নিউজকে বলেন, ছুরিকাঘাতের বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে বিষয়টি পূর্বশত্রুতার জের ধরেই হতে পারে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এইচ এম কামাল/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।