হিলিতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ০৭:১৪ পিএম, ১৫ অক্টোবর ২০২২
প্রতীকী ছবি

দিনাজপুরের হিলিতে বিদ্যুৎস্পৃষ্টে আমির হামজা (১৮) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) বিকেলে শহরের মুহাড়াপাড়া গ্রামের রাজুর বাড়িতে এ ঘটনা ঘটে।

আমির হামজা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পলাশগড় দৈবকন্দনপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া জানান, পোল্টি খাদ্য ব্যবসায়ীর রাজুর বাড়ির তৃতীয় তলায় কাজ করছিলেন আমির হামজা। এসময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে তার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাকিমপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মো. মাহাবুর রহমান/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।