রূপপুর গ্রিন সিটি পরিষ্কার করলেন বিদেশি নাগরিকরা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৯:১০ পিএম, ১৫ অক্টোবর ২০২২

পাবনার রূপপুর গ্রিন সিটিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন বিদেশি নাগরিকরা। শনিবার (১৫ অক্টোবর) প্রকল্পের নতুন হাট গ্রিন সিটি এলাকায় এ অভিযান শুরু হয়।

পরিচ্ছন্নতা অভিযানের উদ্যোক্তা রাশিয়ান নাগরিক তাতিয়ানা বলেন, আমি এ কাজ করতে পেরে খুবই আনন্দিত। এ কাজে আমার সহকর্মীরা, স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেছেন। এদেশের মানুষ খুবই আন্তরিক ও বন্ধু সুলভ।

রূপপুর গ্রিন সিটি পরিষ্কার করলেন বিদেশি নাগরিকরা

তিনি বলেন, এ দেশের গ্রামগুলোতে ঘুরে দেখেছি পরিবেশ খুবই সুন্দর। কিন্তু ডাস্টবিনের অভাবে শহর কিছুটা অপরিচ্ছন্ন। তিন মাস পর পর পরিচ্ছন্ন অভিযান চালানো হবে।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।