গাজীপুরে গাড়িচাপায় নিহত ১


প্রকাশিত: ০৮:০৯ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬

গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় গাড়িচাপায় রাবেয়া খাতুন (২৩) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামী মো. রবিউল ইসলাম (২৫) আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহত মো. রবিউল ইসলাম গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা গাজীপুর সদর উপজেলার রৌদ্রপুর এলাকার বাসিন্দা।

নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, রবিউল-রাবেয়া দম্পতি হোতাপাড়া এলাকার কারখানায় চাকরি করেন। সকাল ৬টার দিকে তারা মোটরসাইকেলে করে কারখানায় যাচ্ছিলেন। পথিমধ্যে হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ওঠার সময় একটি গাড়ি তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে রাবেয়া খাতুন ঘটনাস্থলেই মারা যান এবং রবিউল গুরুতর আহত হন।

আমিনুল ইসলাম/এফএ/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।