ইউপি সদস্যের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ১৬ অক্টোবর ২০২২

শেরপুরে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগ ওঠেছে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার (১৫ অক্টোবর) রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেছেন।

রোববার (১৬ অক্টোবর) জেলা সদর হাসপাতালে ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে।

অভিযুক্ত ব্যক্তির নাম আরিফুল ইসলাম আরিফ (৩৩)। তিনি সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য এবং পাকুড়িয়া খামারপাড়া এলাকার মো. আলাল উদ্দিনের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক।

ভুক্তভোগীর পরিবার ও মামলা সূত্রে জানা যায়, প্রতিবেশী ও জনপ্রতিনিধি হওয়ার সুবাদে ইউপি সদস্য আরিফ ওই কিশোরীর বাড়িতে আসা-যাওয়া করতেন। একপর্যায়ে তার ওপর আরিফের কুনজর পড়ে। বিষয়টি কিশোরী তার বাবা-মাকে জানায়। মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে আরিফ গোপনে ওই বাড়িতে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন।

এ ঘটনায় শনিবার রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে ইউপি সদস্য আরিফের বিরুদ্ধে মামলা করেন। মামলায় ধর্ষণের সহযোগী হিসেবে মো. চাঁন মিয়া নামের আরও একজনকে আসামি করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশের জোরালো অভিযান চলছে।

ইমরান হাসান রাব্বী/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।