দুই প্রার্থীর সমান ভোটে লটারিতে ভাগ্য নির্ধারণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৬:২৭ পিএম, ১৭ অক্টোবর ২০২২
হাসান আহমদ জাবেদ

মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে ভোটের লড়াইয়ে দুই প্রার্থী সমান ভোট পান। পরে লটারির মাধ্যমে সাবেক জেলা পরিষদ সদস্য হাসান আহমদ জাবেদ বিজয়ী হয়েছেন।

সোমবার (১৭ অক্টোবর) জেলা পরিষদের ৪ নম্বর ওয়ার্ডে মৌলভীবাজার সদর উপজেলার হিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফলে এমনটা দেখা গেছে।

মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মীর নাহিদ আহসান লটারির মাধ্যমে হাসান আহমদ জাবেদ বিজয়ী হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার আজেদুর রহমান বলেন, এই ওয়ার্ডের সদস্য পদে মো. আতাউর রহমান টিউবওয়েল প্রতীকে এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসান আহমেদ জাবেদ তালা প্রতীকে ৮০টি করে ভোট পান। পরে নির্বাচনী আইন অনুযায়ী তাদের মধ্যে লটারি হলে জাবেদ জয়ী হন।

এরই মধ্যে মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মিছবাহুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এখানে শুধু সাতটি সাধারণ ওয়ার্ড এবং তিনটি সংরক্ষিত নারী ওয়ার্ডে নির্বাচন হয়। সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

জেলার সাত উপজেলায় সাতটি সাধারণ ওয়ার্ডে ২১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া তিনটি সংরক্ষিত নারী সদস্য পদে সাত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

মৌলভীবাজার জেলা পরিষদের নির্বাচনে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, আমাদের সব কেন্দ্রে ইভিএম মেশিনে ভোটগ্রহণ হয়। সাত উপজেলায় সাতটি ভোটকেন্দ্র ছিল। সেগুলোর আইনশৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্বে সাতজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন। দুই প্রার্থীর সমান ভোট হওয়ায় সন্ধ্যায় লটারির মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হয়েছে।

আব্দুল আজিজ/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।