নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণে যুবকের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৮:২৫ পিএম, ১৯ অক্টোবর ২০২২
ফাইল ছবি

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে ইব্রাহিম মিয়া নামের এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (১৯ অক্টোবর) জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইফতেখার বিন আজিজ আসামির উপস্থিতিতে এ রায় দেন।

বিশেষ পিপি অ্যাডভোকেট রাসেল আহমেদ খান জানান, ২০১৫ সালের ৩ মার্চ সন্ধ্যায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে বাজার থেকে বাড়ি ফেরার পথে ধর্ষণ করেন আটপাড়া উপজেলার তেলীগাতি গ্রামের ইব্রাহিম মিয়া। এ ঘটনায় শিশুটির বাবা ধর্ষকের বিরুদ্ধে আটপাড়া থানায় মামলা করেন। পুলিশ ধর্ষকে গ্রেফতার করে আদালতে পাঠায়। অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

এইচ এম কামাল/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।