দুই বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি-বিএসএফের বৈঠক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৪:১১ পিএম, ২০ অক্টোবর ২০২২

দুই বছর পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিজিবি-বিএসএফের মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠক হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে আখাউড়া স্থলবন্দরের চেকপোস্ট সংলগ্ন বিজিবির সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কুমিল্লা সেক্টরের কমান্ডার কর্নেল মারুফুল আবেদীন এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন গোকুলনগর সেক্টরের কমান্ডার রাজেস সিং কনওয়ার।

jagonews24

এর আগে সকাল সাড়ে ১০টায় বিএসএফের সাত সদস্যের প্রতিনিধি দল আখাউড়া চেকপোস্টে এসে পৌঁছালে সেখানে তাদের গার্ড অব অনার দেয় বিজিবির একটি চৌকস দল।

দুই বছর করোনা মহামারির কারণে বন্ধ থাকার পর এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে সীমান্ত দিয়ে মাদক চোরাচালান বন্ধ এবং বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির সমর্থনে ভারত থেকে মাদক প্রবেশ বন্ধে বিএসএফকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোরালো আহ্বান জানায় বিজিবি।

jagonews24

এছাড়াও দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, নিয়মিত যোগাযোগ রক্ষা, অবৈধভাবে সীমান্ত পারাপার ও শূন্যরেখা অতিক্রম নিয়ে আলোচনা হয় বলে বিজিবির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।