ইমরানের লেখাপড়ার দায়িত্ব নিলেন রাসিক মেয়র

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৪:৫২ পিএম, ২০ অক্টোবর ২০২২

অদম্য মেধাবী ইমরানের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেন মেয়রের ব্যক্তিগত সহকারী আব্দুল ওয়াহেদ খান টিটু।

এর আগে গতকাল বুধবার জাগো নিউজে ‘পড়াশোনার খরচ চালাতে রাজমিস্ত্রির কাজে রাবি শিক্ষার্থী’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি রাসিক মেয়রের নজরে এলে তিনি তার লেখাপড়াসহ কর্মসংস্থান সৃষ্টি পর্যন্ত দায়িত্ব নেন মেয়র।

তিনি জানান, নভেম্বরে ক্লাস শুরু হলে রাজশাহীতে থাকা ও লেখাপড়াসহ সব কিছুর ব্যাপারে সার্বক্ষণিক ইমরানের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি।

এ বিষয়ে ইমরান বলেন, জাগো নিউজকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। নিউজ প্রকাশের পর আমার লেখাপড়া একটা ব্যবস্থা হলো। দুশ্চিন্তা থেকে কিছুটা মুক্তি পেলাম। রাসিক মেয়রের আশ্বাসে আমি ও আমার পরিবার অনেক খুশি।

ইমরানের বড় ভাই ফিরোজ জাগো নিউজকে বলেন, আমরা পেশায় জেলে; ভাইয়ের ইচ্ছাশক্তি থাকলেও লেখাপড়ার খরচ চালাতে পারি না। তারপরও ইমরানকে যারা এ পর্যন্ত নিয়ে আসলেন তাদের প্রতি আমরা ঋণী।

আসাদুজ্জামান মিরাজ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।