ফেলে যাওয়া জুতায় মিললো ১৩ সোনার বার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৫:১৮ পিএম, ২০ অক্টোবর ২০২২

চুয়াডাঙ্গার ফুলবাড়ী সীমান্তে ফেলে যাওয়া জুতার ভেতর থেকে ১৩টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে উপজেলার বুইচিতলা এলাকা থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।

বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ মোহাম্মদ ইসতিয়াক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় মোটরসাইকেল আরোহী একজনকে সন্দেহ হলে থামার সংকেত দেয় বিজিবি। এসময় মোটরসাইকেল ও পায়ের জুতা ফেলে পালিয়ে যান ওই ব্যক্তি। পরে ফেলে যাওয়া মোটরসাইকেলটি তল্লাশি করে কিছু না পাওয়া গেলেও পায়ের জুতাটি কেটে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৩টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার বারের আনুমানিক মূল্য এক কোটি ৬ লাখ ৫৫ হাজার ৯০০ টাকা।

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ মোহাম্মদ ইসতিয়াক জানান, এ ঘটনায় দর্শনা থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।