আদালত চত্বর থেকে হাতকড়া খুলে পালানো আসামি গ্রেফতার
চুয়াডাঙ্গার আদালত চত্বর থেকে হাতকড়া খুলে পালানো আসামি আজিজুল শেখকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। ঢাকার ধামরাই থেকে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন
তিনি বলেন, ১৪ অক্টোবর সকালে চুয়াডাঙ্গা জেলা কারাগার থেকে আদালতে চত্বরে আনার পর প্রিজনভ্যান থেকে নামানোর সময় কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান আজিজুল শেখ। এরপর থেকেই জেলা পুলিশের একাধিক টিম তাকে গ্রেফতারে অভিযান শুরু করে। সর্বশেষ বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যবহার করে ২০ অক্টোবর বিকেলে ঢাকার ধামরাই এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
পুলিশ সুপার আরও বলেন, গ্রেফতার আজিজুল শেখ ওরফে আশিকুল ওরফে আশিকের নামে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতিসহ ১৪টি মামলা আছে। চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানার একটি বিচারাধীন ডাকাতি মামলায় তিনি জেলা কারাগারে বন্দি ছিলেন।
এসজে/জিকেএস