সাজেকে সড়ক দুর্ঘটনা রোধে লাইসেন্স ও ফিটনেস যাচাই করছে সেনাবাহিনী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০২:২৭ পিএম, ২১ অক্টোবর ২০২২

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন এলাকায় সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। গত দুই দিনে সাজেকে জিপ (চাঁদের গাড়ি) দুর্ঘটনায় সাগর আহমেদ (৩২) নামে এক পর্যটকের মৃত্যু হয়। এতে আহত হন আরও ১৮ জন।

এ ঘটনার পর সাজেক সড়কে যান চলাচলের উপর প্রশাসনিক নজরদারী বাড়ানো হয়েছে। শুক্রবার (২১ অক্টোবর) সকাল থেকে সাজেক সড়কে চলাচল করা সব যানবাহনের ফিটনেস ও চালকদের লাইসেন্স পরীক্ষা শুরু করেছে সেনাবাহিনী। পাশাপাশি গতিসীমাও সর্বোচ্চ ৪০ কিলোমিটার রাখার নির্দেশনা দেওয়া হয়েছে উপজেলা প্রশাসন থেকে।

সকাল থেকে শুরু হওয়া যাচাই-বাছাইয়ের কারণে সাজেক সড়কে গাড়ি চলাচল অনেক কমে গেছে। এদিকে সকাল থেকে শুরু হওয়া লাইসেন্স ও ফিটনেস পরীক্ষাকে স্বাগত জানিয়েছেন পর্যটক ও স্থানীয়রা।

ফিটনেস ও চালকদের লাইসেন্স যাচাইয়ের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার।

সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, প্রশাসনের এমন উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আমরা চাই না সাজেক সড়কে আর কোনো দুর্ঘটনায় কারো মৃত্যু হোক।

সাইফুল উদ্দীন/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।