ফতুল্লায় অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী সাল্লু গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৮:২৫ এএম, ২২ অক্টোবর ২০২২

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী সালাউদ্দিন ওরফে সাল্লুকে (২৭) অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২১ অক্টোবর) রাতে ফতুল্লার কাশিপুর বাংলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সালাউদ্দিন ওরফে সাল্লু ফতুল্লা মডেল থানার পশ্চিম ভোলাইলের সফর আলীর ছেলে। সাল্লুর গ্রেফতারে এলাকাবাসীর মধ্যে স্বস্তি নেমে এসেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাশিপুর বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে দেওভোগ-কাশিপুর, মুলিবাশ এলাকার মূর্তিমান আতংক দুর্ধর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি সালাউদ্দিন ওরফে সাল্লুকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে পুলিশ চার রাউন্ড গুলি, দেশীয় তৈরি একটি রিভলবার ও হেরোইন উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন বলেন, অস্ত্র, গুলি ও হেরোইনসহ কাশিপুর বাংলা বাজার এলাকা থেকে সালাউদ্দিন ওরফে সাল্লুকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ১৬টি মামলা রয়েছে ফতুল্লা মডেল থানায়। একই সঙ্গে তার বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ রয়েছে।

মোবাশ্বির শ্রাবণ/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।