ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে চিনি বিক্রি, ৪ ব্যবসায়ীর জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৪:০৪ পিএম, ২২ অক্টোবর ২০২২

ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে চিনি বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (২২ অক্টোবর) দুপুর পর্যন্ত শহরের আনন্দ বাজারে এ অভিযান পরিচালিত হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে চিনি বিক্রি, ৪ ব্যবসায়ীর জরিমানা

অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, খোলা বাজারে চিনির সরকার নির্ধারিত মূল্য ৯০ টাকা। অথচ কিছু অসাধু ব্যবসায়ী ভোক্তাদের কাছে প্রতি কেজি চিনি ১০৫-১১০ টাকা দরে বিক্রয় করছিলেন। অভিযানে চিনির দাম বেশি রাখায় চার ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে রিপন স্টোরকে চার হাজার টাকা, মিনা বাজার স্টোরকে তিন হাজার টাকা, মেসার্স নূরতাজ স্টোরকে দুই হাজার টাকা ও মেসার্স মথুর পাল স্টোরকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় তাদের সতর্ক করে দেওয়া হয়েছে।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।