নেত্রকোনায় গলায় রশি পেঁচিয়ে মাকে হত্যার অভিযোগ
নেত্রকোনার মোহনগঞ্জে মনোয়ারা আক্তার (৪২) নামের এক নারীকে গলায় রশি পেঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।
সোমবার (২৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার বাহাম গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ছেলের নাম মোবারক হোসেন সাগর (২১)। বাবার নাম আব্দুস ছাত্তার। ঘটনার পরপরই সাগরকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, সাগর নেশাগ্রস্ত। তিনি তার মাকে গলায় রশি পেঁচিয়ে হত্যার পর অসংলগ্ন কথা বলছিলেন।
নিহত মনোয়ারা আক্তারের ভাই ইউনুস মিয়া জানান, ২০ বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় মনোয়ারার। পরে একমাত্র ছেলেকে নিয়েই কাটছিল তার জীবন। দরিদ্র হওয়ায় মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে ছেলেকে বড় করেছেন।
কিছুদিন আগে মনোয়ারার ডান হাত অবশ হয়ে যায়। এ অবস্থায় সোমবার বিকেলে বিছানায় শুয়ে থাকা মায়ের গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন সাগর। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে তারা এসে সাগরকে থানায় নিয়ে যান।
ইউনুস মিয়া আরও বলেন, সাগর নেশাগ্রস্ত। তাই কোনো কারণ ছাড়াই তিনি তার মাকে হত্যা করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম রাত ৯টার দিকে এতথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অভিযুক্ত ছেলে সাগরকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এইচ এম কামাল/এসআর/জেআইএম