মোরেলগঞ্জে বসতবাড়ি থেকে বিশাল আকৃতির অজগর উদ্ধার
বাগেরহাটের মোরেলগঞ্জে বসতবাড়ি থেকে ১১ ফুট লম্বা ও ২০ কেজি ওজনের বিশাল অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে মোরেলগঞ্জের আমুরবুনিয়া গ্রামের আলামিনের বসতবাড়ি থেকে অজগরটি উদ্ধার করা হয়।
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে আমুরবুনিয়া গ্রামের আলামিনের বসতবাড়ি থেকে অজগরটি উদ্ধারের পর সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, জোয়ারের পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় অজগরটি লোকালয়ে আসতে পারে।
জেএস/এমএস