খুলনার সমাবেশ শেখ হাসিনার বিরুদ্ধে কড়া প্রতিবাদ: রিজভী

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ২৫ অক্টোবর ২০২২
আহত বিএনপি নেতাদের দেখতে মোংলায় যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

খুলনার সমাবেশ শেখ হাসিনার বিরুদ্ধে কড়া প্রতিবাদ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, খুলনার সমাবেশ থেকে শেখ হাসিনার কাছে বার্তা গেছে, তিনি আর বৈধ প্রধানমন্ত্রী নন, অনেক আগে থেকেই তার বৈধতা ছিল না। অন্যায় করে, জোর করে, প্রতিদ্বন্দ্বীহীন দিনের ভোট রাতে করে ক্ষমতায় টিকে আছেন।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় মোংলার বটতলায় বিএনপি নেতা জিন্নাত সানাকে তার বাড়িতে দেখতে গিয়ে রিজভী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের ইচ্ছা ছিল বিএনপির সমাবেশ পণ্ড করার। তা করতে না পেরে পথে পথে অসংখ্য নেতাকর্মীর ওপর হামলা চালিয়ে রক্তাক্ত করেছে। তাদের দেখতে এসেছি।

এ সময় কেন্দ্রীয় এ নেতার সঙ্গে আরও ছিলেন মোংলা পৌর বিএনপির সহ-সভাপতি এমরান হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবু হোসেন পনি, পৌর যুবদলের সদস্য সচিব আবুল কাশেম, পৌর যুবদলের আহবায়ক মাহমুদ রিয়াদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বাবলু ভূঁইয়া, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ঈমান হোসেন রিপন, পৌর শ্রমিক দল সভাপতি আলতাফ হোসেন আলতু, থানা শ্রমিক দলের আহবায়ক জামাল উদ্দিন, জেলা যুবদল সদস্য আলাউদ্দিন ও পৌর বিএনপির সমাজকল্যাণ সম্পাদক সালাম ব্যাপারী।

আবু হোসাইন সুমন/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।