বাংলাদেশি পাসপোর্ট-অবৈধ জন্মসনদসহ এক রোহিঙ্গা নাগরিক গ্রেফতার
কক্সবাজারের ঈদগাঁও বাস স্ট্যান্ড থেকে বাংলাদেশি পাসপোর্ট ও অবৈধ জন্মসনদসহ আব্দু শুক্কুর বিন দিল (৪০) নামে এক রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বাসের জন্য অপেক্ষারত ওই রোহিঙ্গা নাগরিককে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মঙ্গলবার শুক্কুর বিন দিলের বিরুদ্ধে মামলা দায়েরের পর কারাগারে পাঠানো হয়েছে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্কুর বিন দিল কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প- ২, ইস্টের বাসিন্দা। তিনি দিল মোহাম্মদ ও ছলেমা খাতুনের ছেলে।
শুক্কুর রামুর পাহাড়বেষ্টিত কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) মৌলভীরকাটা এলাকার বাসিন্দা হিসেবে জন্মসনদ ও পাসপোর্ট সংগ্রহ করে বিদেশ পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন।
ওসি আব্দুল হালিম জানান, সোমবার সারাদেশে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডব চলাকালীন গোপন সংবাদ আসে যে, এক রোহিঙ্গা নাগরিক বিদেশ যাওয়ার উদ্দেশ্যে অবৈধ পন্থায় বাংলাদেশি পাসপোর্ট সংগ্রহ করে চট্টগ্রাম বা ঢাকায় যাওয়ার জন্য ঈদগাঁও বাসস্ট্যান্ডে অবস্থান করছেন।
এমন খবরে পুলিশ সুপারের (এসপি) নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপারের (অর্থ ও প্রশাসন) সার্বিক তত্ত্বাবধানে আমরা অভিযান শুরু করি আমরা। এ সময় আনুমিয়া সিকদার ফিলিং স্টেশনের সামনে থেকে আব্দু শুক্কুর বিন দিলকে আটক করা হয়। এসময় তার কাছ হতে বাংলাদেশী পাসপোর্ট ও জন্ম সনদসহ জব্দ করা হয়।
অভিযানে আমার (ওসি আব্দুল হালিম) নেতৃত্বে ঈদগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী গোলাম মহিউদ্দিন, শফিকুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুর রশিদসহ অন্য পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
ওসি আরও জানান, শুক্কুরের বিরুদ্ধে করা মামলায় তাকে পাসপোর্ট ও জন্মসনদ পেতে সহায়তাকারী সবাইকে আসামি করা হয়েছে। শনাক্তের মাধ্যমে তাদের আইনের আওতায় আনার কাজ চলছে।
সায়ীদ আলমগীর/এসএএইচ