সাতক্ষীরায় অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার, ওয়ারিশ খুঁজছে পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৪:১৬ এএম, ২৬ অক্টোবর ২০২২

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার একটি সড়কের পাশ থেকে আনুমানিক ৬০-৭০ বছরের অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে শ্যমনগর উপজেলার মুন্সীগঞ্জ গ্যারেজ বাজারের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হরিদাস হালদার জানান, স্থানীয় বাসিন্দারা মঙ্গলবার বিকেলে রাস্তার পাশে অজ্ঞাত ওই বৃদ্ধের মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ বুধবার (২৬ অক্টোবর) ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হবে। মৃতের কোনো ওয়ারিশ থাকলে তাকে শ্যামনগর থানায় যোগাযোগের জন্য অনুরোধ করা হলো। যোগাযোগের জন্য মোবাইল নম্বর: ০১৩২০-১৪২২৮৩

আহসানুর রহমান রাজীব/এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।