টাঙ্গাইলে প্রণোদনা পাচ্ছেন ৫০ হাজার কৃষক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৩:০২ পিএম, ২৬ অক্টোবর ২০২২
ফাইল ছবি

টাঙ্গাইলে চলতি মৌসুমে দফায় দফায় বন্যা ও বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। তারা যাতে সেই ক্ষতি পুষিয়ে নিতে পারেন সে লক্ষ্যে জেলার ১২ উপজেলায় এবার কৃষি প্রণোদনা পাবেন প্রায় ৫০ হাজার কৃষক। প্রণোদনার মধ্য রয়েছে- ভুট্টা, গম, সূর্যমুখী, সরিষা, খেসারি ও মসুর ডাল বীজ। এগুলো ছাড়াও বসত-ভিটায় পারিবারিক পুষ্টি বাগান চাষিরাও বিভিন্ন ধরনের সবজি বীজ প্রণোদনা হিসেবে পাবেন।

জানা যায়, জেলার ১২টি উপজেলায় বন্যায় ও বৃষ্টিতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরমধ্যে ভূঞাপুর ও টাঙ্গাইল সদর উপজেলার যমুনা চরাঞ্চলের কৃষকরা বেশি ক্ষতির মুখে পড়েন। চলতি মৌসুমে বন্যায় সব ধরনের রবি ফসল নষ্ট হয়েছে। মাসখানেক আগে মাশকলাই ও বাদাম বপন করেছিলেন কৃষকরা। সেগুলোও নষ্ট হয়ে যায়। এসব ক্ষতি কাটিয়ে ওঠার লক্ষ্যে সব ধরনের বীজ প্রণোদনা দেওয়া হবে।

এ বিষয়ে টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আহসানুল বাসার বলেন, এ বছর সবচেয়ে বেশি কৃষি প্রণোদনা এসেছে। এতে প্রায় ৫০ হাজার কৃষক প্রণোদনা পাবেন। আগামী এক থেকে দু’সপ্তাহের মধ্যে প্রণোদনা কৃষকদের মাঝে বিতরণ শুরু হবে। ক্ষতিগ্রস্ত পারিবারিক পুষ্টি বাগান চাষিরাও কৃষি প্রণোদনায় সবজি বীজ পাবেন। সে লক্ষ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করা হচ্ছে।

আরিফ উর রহমান টগর/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।