মির্জাপুরে কবরস্থান থেকে কঙ্কাল চুরি

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মির্জাপুর (টাঙ্গাইল):
প্রকাশিত: ১২:২৫ পিএম, ২৭ অক্টোবর ২০২২

টাঙ্গাইলের মির্জাপুরে কবর খুঁড়ে দুটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) দিনগত রাতে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের কেন্দ্রীয় কবরস্থানে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে ভাতগ্রাম ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউপি সদস্য এছাক মিয়া জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, গোড়াইল গ্রামের কেন্দ্রীয় কবরস্থান থেকে মঙ্গলবার রাতে দুইটি কঙ্কাল চুরি হয়েছে। বুধবার সকালে স্থানীয় লোকজন কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কবর দুটির মাটি সরানো দেখে। পরে কাছে গিয়ে কঙ্কাল চুরির বিষয়টি নিশ্চিত হন। পরে তারা স্থানীয় ইউপি সদস্য এছাক মিয়াকে বিষয়টি জানান। এর আগেও দুদফায় ওই কবরস্থানে কঙ্কাল চুরির ঘটনা ঘটে।

মৃত আইয়ুব মিয়ার ছেলে ফয়সাল মিয়া জানান, তার বাবার কবরসহ আরও একটি কবর খুঁড়ে কঙ্কাল নিয়ে গেছে। এর আগেও কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরি হয়েছে। একই কায়দায় মঙ্গলবার রাতেও দুইটি কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মাসুদ করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি তাকে কেউ অবহিত করেনি।

এস এম এরশাদ/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।