টাঙ্গাইলে ডোবায় পড়ে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
টাঙ্গাইলে ডোবায় পড়ে আরিফুর রহমান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে কালিহাতী উপজেলার পালিমা দক্ষিণপাড়া নানা ইয়ার আলীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
আরিফুর রহমান কালিহাতীর চারান গ্রামের আতিকুর রহমান বাবুর ছেলে।
নারান্দিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আতিকুর রহমান জানান, আরিফের মা ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করেন। এ কারণে নানার বাড়িতেই শিশুটি থাকতো। শুক্রবার জুমার নামাজের আগে খেলতে গিয়ে হঠাৎ বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফন করা হবে।
আরিফ উর রহমান টগর/আরএইচ/এএসএম