নারায়ণগঞ্জে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১০:০৩ পিএম, ২৯ অক্টোবর ২০২২
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় মারুফ হাসান (২৪) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের জেলেপাড়া পুল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মারুফ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৮ নম্বর ওয়ার্ডের ধনকুন্ডা এলাকার দ্বীন মোহাম্মদের ছেলে। তিনি নারায়ণগঞ্জ কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ঢাকেশ্বরী এলাকা থেকে ইজিবাইকে করে চাষাঢ়ার দিকে যাচ্ছিলেন মারুফ। এসময় ইজিবাইকটি জেলেপাড়া পুল এলাকায় পৌঁছালে তিনি ইজিবাইক থেকে রাস্তায় পড়ে যান। তখন বিপরীত দিক থেকে আসা ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন মারুফ। আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসাধীন মারা যান।

এদিকে, ঘটনার পর এলাকাবাসী ট্রাক ড্রাইভার নূর হোসেনকে (২৩) আটক করে মারুফের সঙ্গে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে নিয়ে যান। তবে সেখান থেকে কৌশলে তিনি পালিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, মারুফ ইজিবাইকে করে চাষাঢ়া থেকে যাওয়ার পথে রাস্তায় পড়ে যান। এসময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাপায় পিষ্ট হন। এ ঘটনায় আমরা ইজিবাইক এবং ট্রাক জব্দ করেছি। ট্রাক চালককে আটকের চেষ্টা চলছে।

রাশেদুল ইসলাম রাজু/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।