সৈয়দ ফয়জুল করীম

‘আওয়ামী লীগ উন্নয়নের মহাসড়কে আছে, ভোটের সড়কে নেই’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৯:১১ পিএম, ৩০ অক্টোবর ২০২২

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আওয়ামী লীগ উন্নয়নের মহাসড়কে আছে, কিন্তু ভোটের সড়কে নেই। উন্নয়নের সড়কে থাকার কারণে তারা ভোটের সড়ক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ভোটের সড়কে তারা আসতে চান না। কিন্তু ক্ষমতায় যেতে হলে ভোটের সড়কে থাকতে হয়। ভোটাররা আন্দোলন করে আওয়ামী লীগকে হটিয়ে আগামী দিনে আবারও জনগণের শাসককে ক্ষমতায় নেবে।

রোববার (৩০ অক্টোবর) বিকেলে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড সংলগ্ন হোটেল আল আমিনের সামনে ‘সৈয়দ ফজলুল করীমের (রহ.) রাজনৈতিক দর্শন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

jagonews24

সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের সভা-সমাবেশে সরকারের বাধা প্রদান সংবিধানের লঙ্ঘন উল্লেখ করে ফয়জুল করীম বলেন, এদেশের সংবিধান মানুষের কথা বলার অধিকার দিয়েছে। জনগণ সমাবেশ করবে, সরকারের দায়িত্ব সমাবেশে নিরাপত্তা দেওয়া। কিন্তু সরকার সমাবেশ বন্ধ করে। এসব জনগণ বেশিদিন সহ্য করবে না। এই লুটেরা সরকারকে ক্ষমতা থেকে টেনে নামাবে।

ইসলামী যুব আন্দোলন বাগেরহাট জেলা শাখা আয়োজিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল কে এম আতিকুর রহমান, বাগেরহাট জেলা শাখার সভাপতি মাহমুদুল হাসান প্রমুখ।

আলোচনা সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, যুব আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।