ব্যবসায়ীর ২২ লাখ টাকা ও প্রাইভেটকার নিয়ে লাপাত্তা চালক

গোপালগঞ্জে গাজী বোরহান উদ্দিন নামের এক ব্যবসায়ীর ২২ লাখ টাকা ও প্রাইভেটকার নিয়ে পালিয়েছেন তার গাড়িচালক। ওই ব্যক্তির নাম শফিউল (৩৫)।
সোমবার (৩১ অক্টোবর) সকালে জেলা শহরের সাব রেজিস্ট্রি অফিসের সামনে এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিত ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী গাজী বোরহান উদ্দিন ঢাকার নবাবপুরে ইলেকট্রিক ব্যবসা করেন। অভিযুক্ত গাড়িচালক শফিউলের বাড়ি চট্টগ্রামে হলেও তিনি শ্বশুরবাড়ি নোয়াখালীতে থাকেন।
ব্যবসায়ী গাজী বোরহান উদ্দিনের ভাষ্যমতে, তিনি ঢাকার নবাবপুরে ইলেকট্রিক ব্যবসা করেন। একটি জমি রেজিস্ট্রি করার উদ্দেশ্যে রোববার (৩০ অক্টোবর) ব্র্যাক ব্যাংক নবাবপুর শাখা থেকে ২২ লাখ টাকা উত্তোলন করেন। ওইদিনই নিজের প্রাইভেটকারযোগে গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার পারকুশলিতে আসেন।
সোমবার সকাল ১০টার দিকে তিনি প্রাইভেটকার নিয়ে গোপালগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসের সামনে আসেন। পরে টাকা গাড়িতে রেখেই অফিসে প্রবেশ করেন।
এর কিছুক্ষণ পর টাকার প্রয়োজন হলে তিনি গাড়িচালক শফিউলকে ফোন দেন। ফোনে সাড়া না পেয়ে বাইরে এসে খোঁজাখুঁজি করেও চালককে পাননি। পরে তিনি গোপালগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
প্রিমো ব্র্যান্ডের প্রাইভেটকারটির (ঢাকা মেট্রো-গ-৪৭৮৩১৮) দাম ৪৩ টাকা বলে জানান গাড়ির মালিক বোরহান উদ্দিন।
গোপালগঞ্জ সদর থানার এসআই বিশ্বজিত ঘোষ বলেন, এ ঘটনায় একটি জিডি হয়েছে। চালকের অবস্থান জানতে ও তাকে আটকের চেষ্টা চলছে।
এসআর/জেআইএম