আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দুর্ভিক্ষ আসতেই হবে: মির্জা আব্বাস
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এই সরকার লুটেরা সরকার, এই সরকার ডাকাত সরকার, এই সরকার দুর্ভিক্ষের সরকার।
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, চুরি থাকবে, ডাকাতি থাকবে, দুর্ভিক্ষ থাকবে না তাতো হতে পারে না। দুর্ভিক্ষ আসতেই হবে।
মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা বিএনপি আয়োজিত সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন মির্জা আব্বাস।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন ২০২৩ সালে দুর্ভিক্ষ হবে। আমরা কিন্তু বলিনি। ইনশাআল্লাহ জনগণকে দুর্ভিক্ষ মোকাবিলা করার আগেই হাসিনা সরকারের পতন ঘটবে।’
গাইবান্ধার নির্বাচনের উদাহরণ টেনে মির্জা আব্বাস বলেন, ‘আপনারা দেখেছেন কয়েক দিন আগে গাইবান্ধায় নির্বাচন হয়েছে। কথিত সেই নির্বাচন কীভাবে হয়েছে তা সবাই দেখেছেন। এই গাইবান্ধার নির্বাচনে আজকের তথাকথিত সিইসি, নিশিরাতের ভোট চোর সরকারের প্রতিনিধি। আমরা বিশ্বাস করি এই ধরনের নির্বাচন বাংলাদেশে হবে না। আমরা হতে দেবো না। আমরা নিরপেক্ষ সরকারের অধীনে, নিরপেক্ষ ইলেকশন কমিশনের অধীনে নির্বাচনে যাবো। এর বাইরে আমাদের কোনো বিকল্প কথা নেই।’
সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় বিএনপির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য মাহবুব আনাম স্বপন, ওবায়দুল হক নাছির প্রমুখ।
দ্বিতীয় অধিবেশনে শুরু হয় সম্মেলনের ভোটগ্রহণ। জেলার প্রত্যেকটি উপজেলা, ইউনিয়ন ও পৌর বিএনপির দুই হাজার ৩২৩ জন ভোট দেবেন।
আরিফ উর রহমান টগর/এসআর/জিকেএস