রাতের আঁধারে বাগানের গাছ কেটে দিলো দুর্বৃত্তরা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ভৈরব ( কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০২:৩২ পিএম, ০২ নভেম্বর ২০২২

কিশোরগঞ্জের ভৈরবে রাতের আঁধারে বাগানের বিভিন্ন প্রজাতির গাছ কেটে দিলো দুর্বৃত্তরা। গাছ কাটার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

বুধবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার গজারিয়া বাজার হাটিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগী মো. মুসলিম ভূঁইয়া অভিযোগ করে বলেন, গজারিয়া গ্রামের বাজার হাটিতে তার পৈত্রিক ভূমিতে কয়েক বছর আগে তিনি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। ওই চারা গুলো বাড়ন্তের সময় দুর্বৃত্তরা গত ২৭ অক্টোবর রাতের আঁধারে বাগানের বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে বাগান নষ্ট করে দেয়। এ ঘটনার আগেও শত্রুতাবসত গাছ কাটার ঘটনা ঘটেছে।

রাতের আঁধারে বাগানের গাছ কেটে দিলো দুর্বৃত্তরা

তিনি বলেন, নিজের পৈত্রিক ভূমিতে গাছ লাগালেও প্রতিহিংসা বসত রাতের আঁধারে বারবার গাছ কাটায় শঙ্কার মধ্যে রয়েছি। আজ গাছ কাটছে অন্যদিন আরও বড় ঘটনা ঘটাতে পারে এমন ভয়ে পরিবার পরিজন নিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি।

রাতের আঁধারে দুর্বৃত্তরা তার বাগানের একাধিক ফলজ ও বনজ গাছ কেটে ফেলায় দুর্বৃত্তদের শাস্তি ও বিচারের দাবি করেন।

রাতের আঁধারে বাগানের গাছ কেটে দিলো দুর্বৃত্তরা

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নূর মোহাম্মদ খান, যুবলীগ নেতা সাইফুল ইসলাম আমান, শিমুলকান্দি ১ নম্বর ইউপি মেম্বার নাছির উদ্দিন, আজিজ সুপার মার্কেটের সভাপতি আমিনুল ইসলাম দুলাল, বঙ্গবন্ধু সৈনিক লীগ উপজেলা কমিটির মো. ইব্রাহিম মিয়াসহ গ্রামের গণ্যমান্যব্যক্তিরা।

এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম মোল্লা বলেন, রাতের আঁধারে ব্যবসায়ীর বাগানের গাছ কাটার বিষয়টি জেনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাজীবুল হাসান/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।