বান্দরবানে হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০১:৩৩ পিএম, ০৩ নভেম্বর ২০২২

বান্দরবানে মাংরক ম্রো হত্যা মামলায় মংছা চিং মারমা (২৮) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩ নভেম্বর ) বান্দরবান জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভুঁইয়া এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ইকবাল করিম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডিত মংছা চিং মারমা লামা ফাঁসিয়াখালি ত্রিশডেবা এলাকার অংক থোয়াই মারমার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৬ জুলাই লামা উপজেলার ফাঁসিয়াখালি ত্রিশডেবা এলাকায় বর্গাচাষি ডোমং মারমা ও কহ্লোঅং মারমার কাছে বর্গাচাষের টাকার জন্য যায় নিহত মাংরক ম্রো। এরপর ২৮ জুলাই পর্যন্ত বাসায় না ফেরায় নিহত মাংরক ম্রোর পরিবার বর্গাচাষি ডোমং মারমার সঙ্গে যোগাযোগ করলে তিনি বর্গা চাষের ১৮ হাজার ৫০০ টাকা নিয়ে  ২৭ জুলাই বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন বলে জানান। পরে এ ঘটনায় স্থানীয়দের সন্দেহ হলে তারা মংছা চিং মারমাকে  আটক করে পুলিশে দেয়।

জিজ্ঞাসাবাদে মংছা চিং মারমার দেওয়া তথ্যমতে লামা ফাঁসিয়াখালি মুরুংঝিরির আগা এলাকার ঝিরির পাশ থেকে মাথাছাড়া অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ২০১৭ সালের ১ আগস্ট নিহত মাংরক ম্রোর ছেলে মেনতাম ম্রো লামা থানায় হত্যা মামলা করেন।

নয়ন চক্রবর্তী/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।